Loading...
সর্বশেষ আপডেট
অত্র দশ মাইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব মোছাঃ নাসিমা আকতার এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা আমাদের প্রাণ প্রিয় শিক্ষিকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। * * * * * * * * ওয়েবসাইটের আপলোডের কাজ চলছে শীঘ্রই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
About Us

The Best Educational Solution With 38 Years of Experience

ভুমিকা :

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে বাংলাদেশ-ভারত সীমানা ঘেষে পঞ্চগড় হতে উত্তরে বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ে রোডের দশ মাইল নামক বাজারের পাশে ১৯৮৭ ইং সালে মাত্র ০৫ জন শিক্ষক ও ৪০ জন শিক্ষার্থী নিয়ে টিনসেট ঘরে বাঁশের তৈরী বেঞ্চের উপর বসে দশ মাইল নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়টি পাঠদান কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠান পরিচিতি :

বিদ্যালয়ের নামঃ দশ মাইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, গ্রাম- শিতলী হাসনা, ডাকঘর- সাতমেড়া, উপজেলা ও জেলা- পঞ্চগড়। বিদ্যালয় কোড- ৮৬৫০, ইআইআইএন নম্বর- ১২৬০৭৬, এম.পি.ও কোড- ৭৯০৪১২১৩০২, পোষ্ট কোড- ৫০০০, থানা কোড- ৪০০১, জেলা কোড- ৪০ এবং কেন্দ্র কোড পঞ্চগড় ডি-৮৫৪।

ইতিহাস :

পঞ্চগড় জেলার সদর উপজেলাধীন ৬নং সাতমেড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিতলী হাসনা গ্রাম। যাহা পঞ্চগড়-তেঁতুলিয়া হাইওয়ে রাস্তার পাশে দশ মাইল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়টি ১৯৮৭ ইং সালে মাত্র .২৫ শতক জমির উপর কার্যক্রম শুরু হয়। যার উপর একটি টিনসেট ঘর বাঁশের বেড়া দিয়ে নির্মিত হয়। ছাত্র/ছাত্রীর বসার জন্য বাঁশের তৈরী বেঞ্চ ব্যবহার করা হয়। বিদ্যালয়টি গত ০১/০১/১৯৯০ ইং সালে ১ম স্বীকৃতি লাভ করে। এবং ১৯৯৩ ইং সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় এলাকার জনসাধারণ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্ম-কান্ডে এগিয়ে আসেন এবং অনেকেই বিদ্যালয়ের নামে স্বেচ্ছায় জমি দান করেন। বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমাণ ২ একর .৯৫ শতক। এর মধ্যে .৪০ শকতক জমি একাডেমিক ভবন, ১ একর .৯৫ শতক জমি সমতল খেলার মাঠ, .২৫ শতক জমি পুকুর, .২৫ শতক জমি বাগান, ০৩ শতক জমি শহীদ মিনার ও .০৭ শতক জমি মসজিদ ঘরের কাজে ব্যবহৃত হয়। বিদ্যালয়টি ২০০০ ইং সালে সরকারি অর্থায়নে ০৩ রুম বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মিত হয়। পরবর্তীতে ২০১০ ইং সালে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ০৪ রুম বিশিষ্ট একটি টিনসেট বিল্ডিং নির্মিত হয়। ২০১৫ ইং সালে সরকারি অর্থায়নে ০৫ রুম বিশিষ্ট দ্বিতল ভবন নির্মিত হয়। ২০১৬ ইং সালে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার জন্য নিজস্ব অর্থায়নে ৫০০ আসন বিশিষ্ট একটি হলরুম নির্মাণ করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ১১ জন শিক্ষক, ০১ জন অফিস সহকারী ও ০৫ জন চতুর্থ শ্রেনির কর্মচারী কর্মরত আছেন। বর্তমান শিক্ষার্থী সংখ্যা- ৩২১ জন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছাড়াও আইসিটিডি ডিজিটাল ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশ রুম, বিজ্ঞানাগার, শিক্ষক মিলনায়তন, ছাত্রী কমন রুম, গ্রন্থাগার ও মুক্তিযোদ্ধা কর্ণার আছে। শিক্ষক/কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের ব্যবহারের জন্য পৃথক টয়লেট এবং স্বাস্থ্য সম্মত হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা আছে। শিক্ষার্থীদের সমতল খেলার মাঠ ও প্রর্যাপ্ত খেলার সামগ্রী আছে। এছাড়াও ছাত্র/ছাত্রীদের মধ্যে ক্ষুদে ডাক্তার, স্কাউট, গার্লস গাইড, আইসিটি ক্লাব চালু আছে। পাঠ্যাভ্যাস চালু রাখার লক্ষ্যে বিদ্যালয়ের গ্রন্থাগারের পাশাপাশি সরকার কর্তৃক ভ্রাম্যমান লাইব্রেরী চালূ আছে। প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার জন্য বিদ্যালয়ের চার পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ আছে। সরকার কর্তৃক জাতীয় দিবসের পাশাপাশি বিদ্যালয়ের নিজ উদ্যোগে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক রোধে বিভিন্ন আলোচনা সেমিনার পালিত হয়। স্থাপনালগ্ন হতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা জোন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলা-ধুলায় অংশগহণ করে কৃতিত্ব অর্জন করেছে। বর্তমানে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের মান উন্নয়ন করা সম্ভব হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা :

সুদক্ষ প্রতিষ্ঠান প্রধান, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির নিরলস প্রচেষ্টায় শিক্ষার গুনগত মান উন্নয়ন, পাবলিক পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ, কৃত্বিবান শিক্ষার্থী তৈরী ও খেলা-ধুলার ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা-ধুলায় অংশগ্রহণের মাধ্যমে সফলতা অর্জন।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির তথ্য/মেয়াদ
SL No Start Date End Date Duration Status
1 08-05-2025 08-11-2025 6 Months Active
স্বীকৃতির তথ্য/সময়সীমা
ক্রঃ নং শুরুর তারিখ উত্র্তীনের তারিখ Duration Status
1 01-01-2021 31-12-2023 3 Years Active
শ্রেণি সমূহ
ক্রমিক নং শ্রেণি
1 Ten
2 Nine
3 Eight
4 Seven
5 Six
শ্রেণি ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণি বালক বালিকা মোট
1 Ten 38 4 42
2 Nine 28 10 38
3 Eight 37 28 65
4 Seven 51 42 93
5 Six 69 15 84
গ্রুপ ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণি গ্রুপ বালক বালিকা মোট
1 Nine Science 18 3 21
2 Nine Humanitics 10 07 17
3 Ten Science 14 01 15
4 Ten Humanitics 24 03 27
সেকশন ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণি সেকশন বালক বালিকা মোট
1 Six A 34 7 41
2 Seven A 24 23 47
3 Six B 35 8 43
4 Seven B 27 19 46
ধর্ম ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
শ্রেণি মুসলিম হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ অন্যান্য মোট
Ten 42 0 0 0 0 42
Nine 38 0 0 0 0 38
Eight 65 0 0 0 0 65
Seven 93 0 0 0 0 93
Six 83 1 0 0 0 84
শিফট ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণি শিফট বালক বালিকা মোট
1 Six Day 69 15 84
2 Seven Day 51 42 93
3 Eight Day 37 28 65
4 Nine Day 28 10 38
5 Ten Day 38 4 42
শ্রেণিভিত্তিক উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণি বালক বালিকা মোট
1 Ten 38 3 41
2 Nine 25 10 35
3 Eight 37 28 65
4 Seven 47 40 87
5 Six 64 13 77
ক্যাটাগরী ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণী ক্যাটেগরী বালক বালিকা মোট
1 Six কর্মজীবী শিক্ষার্থী 20 0 20
2 Six ভূমিহীন অভিভাবকের সন্তান 5 5 10
বিশেষ চাহিদা সম্পন শিক্ষার্থীর সংখ্যা
ক্রঃ নং শ্রেণী চাহিদা বালক বালিকা মোট
1 Seven শারীরিক প্রতিবন্ধিতা 0 1 1
2 Eight শারীরিক প্রতিবন্ধিতা 1 0 1
322
Total Student's
5
Total Employe's
4
Total SMC/GB Member's

Our Subject's

Login